নিজস্ব প্রতিবেদক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ। বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৯ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফারুক ওয়াসিফকে পিআইবি’র মহাপরিচালক পদে নিয়গ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে আগামী ২ বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সাংবাদিক ফারুক ওয়াসিফ বর্তমানে সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
Discussion about this post