নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে একদল বখাটে যুবকের হাতে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
ওই প্রধান শিক্ষক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সঙ্গে দেখা করতে যান। সোমবার দুপুরে সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে একদল বখাটে হামলা করে।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের পদত্যাগের দাবিতে মিছিল করে রাজনৈতিক প্রতিপক্ষরা। তাদের সঙ্গে বিদ্যালয় অভ্যন্তরে জোট বাঁধে আরেকটি পক্ষ। এ কারণে তিনি এসব বিষয়ে এড়াতে চিকিৎসাজনিত ছুটি নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের জন্য সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. এরশাদ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তার কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সহ অন্যরা বিদ্যালয় পরিদর্শনে যান। এরই মধ্যে রফিকুল আমিন কাজল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে এসে তাকে না পেয়ে বেরিয়ে যাওয়ার সময় পর পুর্ব থেকে উপস্থিত বখাটেদের তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই বখাটেদের দল।
ঘটনা সম্পর্কে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়া দু:খপ্রকাশ করে বলেন, আমি তাকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
Discussion about this post