নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল ৯টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।
এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেছিলেন। রোববার সকাল ৯টা থেকে তারা আবারও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।
Discussion about this post