নিজস্ব প্রতিবেদক
সারাদেশে পূর্বের সময়সূচিতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে, বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই ভোগান্তিও। এমনটাই বলছেন বেশিরভাগ যাত্রী।
এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্তঃনগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রী সংকট।
তবে আন্দোলনের সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস বন্ধ রয়েছে। আন্দোলনের সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।
Discussion about this post