নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নম্বর কূপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পেয়েছে।
সোমবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান।
তিনি জানান, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।
বাপেক্স সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাস কূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়।
প্রাথমিকভাবে কূপটির চার জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘন ফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এই খনন কাজের সঙ্গে যুক্ত আছেন।
Discussion about this post