নুরুল ইসলাম সেলিম,কক্সবাজার:
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ‘অন্তঃধর্মীয় সম্প্রীতিঃ বাস্তবতা ও করনীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ই জানুয়ারি বুধবার) কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কনফারেন্স রুমে ফরেইন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, জেলা আইনজীবী কর্মকর্তা সৌরভ চক্রবতী, কৃষিবিদ উপ-পরিচালক মোহাঃ আবু তালহা, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, মৌলভী কামাল উদ্দিন, ঝিলংজা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, সজল ব্রাহ্মণ চৌধুরী, মুসলিম,হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের জেলা মহা সচিব সুরেশ বড়ুয়া বাঙালি। পিটিআই সুপার নাছির উদ্দিনের উপস্থাপনায় উক্ত সংলাপ অনুষ্ঠানটি পরিচালন করা হয়।
সকল প্রকার সহিংসতা মুক্ত একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও বৈচিত্রপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা বিশ্বাস ও পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে কক্সবাজার অঞ্চলে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন।










Discussion about this post