আনোয়ার হোসেন :
বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা হলো অ্যাম্পিউটি ফুটবল লিগ ২০২৫।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের অংশ হিসেবে ১ ডিসেম্বর সোমবার আসাদ গেট সংলগ্ন প্রতিবন্ধী মাঠে উদ্বোধন হলো অ্যাম্পিউটি ফুটবল লিগ ২০২৫। উদ্বোধনী দিনে ছেলেদের চারটি এবং মেয়েদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় ছেলেদের গ্রুপের প্রথম খেলায় স্যার জগদীজ চন্দ্র বসু ও কাজী নজরুল ইসলাম দলের মধ্যে ম্যাচটি গোল শুন্য ড্র হয়। দ্বিতীয় খেলায় শেরে বাংলা এ কে ফজলুল হক দল কে মোনেম মুন্না দল ১-০ গোলে পরাজিত করে। জয়সূচক গোলটি করেন মোঃ নবী আলম।
মেয়েদের একমাত্র খেলায় সুফিয়া কামাল দল ২-২ গোলে ড্র করে বেগম রোকেয়া দলের সাথে। সুফিয়া কামার দলের পক্ষে সুলতানা ও সাহিদা এবং বেগম রোকেয়া দলের পক্ষে অভিপসা ও ইয়াসমিন।
দিনের অপর ম্যাচে শেরে বাংলা দল ৪-১ গোলে হারায় কাজী নজরুল ইসলাম দলকে। বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন অনিক। একটি করে গোল করেন রিয়াদ ও আশরাফুল।
দিনের শেষ খেলায় মোনেম মুন্না দল ৪-০ গোলে হারায় জগদীস চন্দ্র বসু দলকে। বিজয়ী দলের পক্ষে মকবুল হ্যাটট্রিক করেন। একটি গোল করেন মিজান।

লিগের উদ্বোধনী দিনে উপস্থিত থেকে অ্যাম্পিউটি ফুটবলারদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন – ড. মারুফ আহমেদ মৃদুল , মহাসচিব , ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ।
মোঃ আসিফুল হাসান মাসুদ , কোষাধক্ষ, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ।
মিস দীপালি গৌড় , হেড অফ কমিউনিকেশন এন্ড প্রিভেনশন , আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।
মিস শারমিন ফারহানা চৌধুরী , প্রতিষ্ঠাতা সভাপতি , স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স।
স্পোর্টস ফর হোপ ইন্ডিপেনডেন্স (শি) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আই সি আর সি) সার্বিক সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অ্যাম্পিউটি ফুটবল লিগ।
সবগুলো খেলা রাজধানীর সংসদ ভবনের আসাদ গেটস্থ প্রতিবন্ধী খেলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
২ ডিসেম্বর (মঙ্গলবার) সমাপনী দিনে নক আউট পর্বের খেলা শেষে বেলা দেড় টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করি হবে।
উল্যেখ, অ্যাম্পিউটি ফুটবল লিগ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ্যোগ। যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিযোগিতামূলক কাজে নিয়োজিত রাখে তাদের সক্ষমতা ও সাফল্যকে জাতির সামনে তূলে ধরা।










Discussion about this post