ক্রীড়া প্রতিবেদক :
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের অংশ হিসেবে ১-২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে অ্যাম্পিউটি ফুটবল লিগ ২০২৫।
স্পোর্টস ফর হোপ ইন্ডিপেনডেন্স (শি) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ( আই সি আর সি) সার্বিক সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাম্পিউটি ফুটবল লিগ। এবারের লিগে ছেলেদের চারটি এবং মেয়েদের দুটি দল অংশ নেবে।
সবগুলো খেলা রাজধানীর সংসদ ভবনের আসাদ গেটস্থ প্রতিবন্ধী খেলা মাঠে অনুষ্ঠিত হবে।










Discussion about this post