বিনোদন ডেস্ক
বাংলাদেশের রক সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরার অগ্রদূতদের একজন আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, গিটারের জাদুকর খ্যাত এই কিংবদন্তি শিল্পীর আজ ৬৪তম জন্মবার্ষিকী।
এই উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য, এলআরবি ব্যান্ডের সদস্য এবং তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ আয়োজনে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে।
শুধু আলোচনা নয়, এখনকার প্রজন্মের শিল্পীরাও গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান।
এ ছাড়াও অনুষ্ঠানে শিল্পীর কিছু অপ্রকাশিত গান প্রকাশের পরিকল্পনা রয়েছে, যা ভক্তদের জন্য এক বিশেষ চমক হিসেবে বিবেচিত হবে।
Discussion about this post