আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
সময় সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এর ফলে যানবাহন চলাচল ও জনজীবনে চরম বিপর্যয় নেমে আসে।
নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ফে। তিনি বাসিন্দাদের ঘরে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানান।
বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন এলাকায় রাস্তায় যানবাহন আটকে যায়, সাবওয়ে লাইন বন্ধ হয়ে পড়ে। যে লাইনগুলো সচল ছিল, সেগুলোতেও ট্রেন চলাচলে মারাত্মক বিলম্ব ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি ঢুকে ট্রেনের ভেতর পর্যন্ত প্রবেশ করেছে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে থাকেন যেন পানিতে না ভিজে যান।
নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। উদ্ধারকারীরা আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালান।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টায় ৭ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। কিছু বাসিন্দা জানান, তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি ঢুকে পড়ে। সেখানে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় পানি নামতে শুরু করেছে। তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে।
Discussion about this post