নিজস্ব প্রতিবেদক:
আজ ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবিএম আসাদুজ্জামানের নিজস্ব জায়গা ও খরচে ঢাকার নবাবগঞ্জের বড় কাউনিয়াকান্দিতে প্রবীণ সেবা ঘর ‘ডাঃ শামসুদ্দিন আহাম্মেদ বৃদ্ধাশ্রম’ উদ্বোধন হতে যাচ্ছে।
যেখানে ভবিষ্যতে প্রায় ২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত প্রবীণদের বিনামূল্যে থাকা, খাওয়া ও স্বাস্থ্য সেবাপ্রদান করা হবে।
যে পিতা-মাতার বদৌলতে আমাদের এ পৃথিবীর মুখ দেখা, আমাদের নিরাপদ শৈশব,কৈশোর, যৌবনকাল, এমনকি পরিণত বয়সেও আমাদের যারা অভিভাবক, সময়ের পরিক্রমায় যখন তারা আজ প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে। আজ আমাদের দায়িত্ব, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান ও অধিকারটুকু প্রদান করা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত প্রায় ১২ বছর যাবৎ “প্রবীণদের সেবা দিন, নিজের বাধর্ক্যের প্রস্তুতি নিন” এই শ্লোগানে দেশে-বিদেশে বিভিন্ন সময় রোড শো সেমিনার, অনুষ্ঠানের মাধ্যমে সমাজে গণসচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে শুরু করতে যাচ্ছে “ ডাঃ শামসুদ্দিন আহাম্মেদ বৃদ্ধাশ্রম ” এর।
প্রবীণ সেবা ঘরটির বিশেষ দায়িত্বে আছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি এবি এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান-রুবিনা জামান, জেনারেল সেক্রেটারী- বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলীম, ট্রেজারার- আনিসুজ্জামান, অর্গানাইজিং সেক্রেটারী-রেজওয়ানা হোসেন সুমী, পাবলিসিটি সেক্রেটারী, শাকিল হোসেন, এক্স্রিকিউটিভ মেম্বার- মোঃ হিরু, উপদেষ্টা-মোঃ নুরুল হক, লিগ্যাল এডভাইজার-এডভোকেট জসিমউদ্দিন ও এডভোকেট জাকির হোসেন, সদস্য-মোঃ ইকবাল আহম্মেদ, ফাইমুল হাছান এবং জাকির হোসেন।
শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা প্রবীণ সেবা ঘর নয় বরং ভবিষ্যতে পাশাপাশি নেশাগ্রস্থ প্রজন্মের জন্য সুচিকিৎসা ও মোটিভেশসন সেন্টার, নারী ও শিশু উন্নয়ন কর্মসূচী সহ আরো বেশ কিছু সমাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে উক্ত এলাকাটিকে ‘‘সভ্যতা নগরী’’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ।
Discussion about this post