স্টাফ রিপোর্টার
ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোমাইল বাংলাবাজার এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্য হলো- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার বাংলাবাজার এলাকায় মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্য গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এসআই মনিরুল ইসলাম আসামি ধরতে গেলে তার উপর হামলা হয়। আমি ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।










Discussion about this post