নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন নীতিমালা জারি হয়েছে। আর আগেরটা বাতিল হয়েছে। তাই আগের নীতিমালার অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।
জানা গেছে, এসব সংস্থার মধ্যে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে।
প্রসঙ্গত, দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়। যারই ফলশ্রুতিতে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ‘ভালো’ বলে সার্টিফিকেট দিয়েছিল।
Discussion about this post