নিজস্ব প্রতিবেদক
উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ২টি ইউনিট। এরপর ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে আগুন নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।










Discussion about this post