ক্রীড়া প্রতিবেদক :
তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২৫ এর প্রাথমিক নিবন্ধনকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে সোমবার ঢাকায় লটারি ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক নিবন্ধনকারি ১৮ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৮ বিভাগীয় অঞ্চলের মোট ১২টি দল চূড়ান্ত করা হয়েছে।
লটারি ড্র এর মাধ্যমে চূড়ান্ত ১২টি দলের প্রতিনিধিদের সাথে আয়োজকদের টূর্নামেন্টের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর ১২ দলের প্রতিনিধিদের নিয়ে গ্রুপিং করা হয়। আগামি ডিসেম্বর মাসে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় পর্দা উঠবে এবারের আসরের।
১২টি একাডেমি দল গুলো হচ্ছে : ফিরোজ কামাল ফুটবল একাডেমী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমী, ময়মনসিংহ। হরিয়ান ফুটবল একাডেমী, রাজশাহী।
মনিং স্টার ফুটবল একাডেমি, লালমনিরহাট।
এসবি আলী ফুটবল একাডেমি, খুলনা।
নান্দনিক স্পোর্টস একাডেমি, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, গোপালপুর, টাঙ্গাইল।
টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড়।
গোলাকান্দাইল ফুটবল একাডেমি, রূপগঞ্জ।
বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, চট্টগ্রাম। ডি এস.এস. ক্লাব, নারায়ণগঞ্জ।
টঙ্গী ফুটবল একাডেমি, গাজীপুর।
চূড়ান্ত ১২টি দলের গ্রুপিং-
ক গ্রুপ : ডি এস.এস. ক্লাব, নারায়ণগঞ্জ।
ফিরোজ কামাল ফুটবল একাডেমি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি, ময়মনসিংহ।
খ গ্রুপ : বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, চট্টগ্রাম।
মনিং স্টার ফুটবল একাডেমি, লালমনিরহাট। টঙ্গী ফুটবল একাডেমি, গাজীপুর।
গ গ্রুপ : টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড়। মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, গোপালপুর, টাঙ্গাইল।
গোলাকান্দাইল ফুটবল একাডেমি, রূপগঞ্জ।
ঘ গ্রুপ : নান্দনিক স্পোর্টস একাডেমী, জগন্নাথপুর, সুনামগঞ্জ। এসবি আলী ফুটবল একাডেমী, খুলনা।
হরিয়ান ফুটবল একাডেমী, রাজশাহী।
Discussion about this post