নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। যে কোনো এলায়েন্সে যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস বলেন, শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না।
জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না বলে এ সময় মন্তব্য করেন এনসিপি নেতা।
এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে সারজিস বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুন্ন হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post