নিজস্ব প্রতিবেদক
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব রোববার এক আদেশে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় এবং মেয়ে চাশমে জাহান নিশির মালিকানাধীন কোম্পানির নামে থাকা মোট ১৯০টি যানবাহন জব্দের নির্দেশ দিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান খন্দকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এনায়েত উল্লাহর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জব্দ করা যানবাহনগুলো তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগেই, ২৬ ফেব্রুয়ারি আদালত এনায়েত উল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তার আগেই ৫ আগস্ট সরকারের পতনের পরপরই দেশ ছেড়েছেন এনায়েত উল্লাহ।
তিনি কেবল পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিবই নন, বরং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে পরিবহন খাতে আধিপত্য, রাজনৈতিক প্রভাব এবং আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল।
দুদক সূত্র বলছে, এনায়েত উল্লাহর বিরুদ্ধে আরও সম্পদ অনুসন্ধান, ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত এবং অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও তদন্ত প্রক্রিয়া চালু হতে পারে।
Discussion about this post