ক্রীড়া প্রতিবেদক :
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের আরচ্যারীর অসামান্য অবদানের জন্য ওয়ার্ল্ড আরচ্যারীর পক্ষ থেকে সম্মাননা পেলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে ব্রোঞ্জ ফলক প্রদান করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম ওয়ার্ল্ড আরচ্যারী কংগ্রেস চলাকালে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে এই সম্মাননা দেওয়া হয়।
এই সম্মাননা তার দীর্ঘদিনের পরিশ্রম এবং আরচ্যারী খেলার প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচ্যারীর উন্নয়নে কাজ করে চলেছেন। ওয়ার্ল্ড আরচ্যারীর ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পাশাপাশি, ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আরচ্যারী সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবেও তিনি কাজ করছেন।
বাংলাদেশে আরচ্যারীকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি স্থাপন করার পেছনে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের অবদান অনস্বীকার্য। তার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশের আরচ্যাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করেছে। দেশের আরচ্যারীর এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি এখনও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ওয়ার্ল্ড আরচ্যারীর এই স্বীকৃতি তার প্রাপ্য সম্মান এবং দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়।
Discussion about this post