নুরুল ইসলাম সেলিম,কক্সবাজার:
কক্সবাজার জেলায় ইট ভাটার মালিকগন সরকারী নিদের্শনা না মেনে ইটের গুনগতমান ও ইটের সাইজ ছোট করার অভিযোগ ভুক্তভোগীদের।
জেলার স্থানীয় লোকজন তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়া ও ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইটভাটার মালিকদের বিরুদ্ধে।
১০/১৫ বছর ধরে ইট ভাটার মালিকেরা সরকারী নিদের্শনা অমান্য করে ইটের সাইজ ছোট করে ফেলার কারণে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। আগে ইট ভাটায় ইট তৈয়ারি করা হত ১০” সাইজের উপরে, এখন ইট তৈরি করা হয় ১০” সাইজের নিচে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা আরও বলেন ইট কিনতে বিভিন্ন ইটের ভাটায় গিয়ে আমরা দেখতে পাই মালিকগন সরকারী নিদের্শনা অনুযায়ী তারা ইটে তৈরির মান বাজায় রাখছে না। বিভিন্ন ইটভাটার মালিকগণ নিজের ইচ্ছামত ইটের দাম নির্ধারণ করে বিভিন দামে ইটও বিক্রি করছে ।
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা রামু, উখিয়া, টেকনাফ, ঈদগাহ ও ঈদগাহ সদর, চকরিয়া, পেকুয়াসহ ইট ভাটার মালিকগন দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কে ম্যানেজ করে সরকারী নিদের্শনা কে তোয়াক্কা না করে ইটের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অনেক ইট ভাটার বৈধ কোন কাগজ পর্যন্ত নাই,কিন্তু প্রশাসন কে ম্যানেজ করে ইটের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এইসব ইটভাটার মালিকদের নিকট এক প্রকার জিম্মি হয়ে ইচ্ছার বিরুদ্ধে নিজেদের বাসা- বাড়ী,বাউন্ডারি ওয়াল তৈরি, রাস্তা, কালভার্ট, ব্রীজ নির্মাণ করার জন্য ছোট সাইজের ইট গুলি বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঠিকাদার ও সাধারণ ক্রেতাগণ।
কক্সবাজার জেলায় ভোক্তা অধিকার প্রতিষ্ঠান থাকলে ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ইট ভাটায় অভিযান বা ইট ভাটার মালিকদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নিতে দৃশ্যমান দেখা যায়নি।
সরকারী নির্দেশনা অনুযায়ী ইট সাইজ হবে ১০”×৫”×৩”। প্রতি বছর ইটের মৌসুমে ইট ভাটার মালিকগন ইটের সাইজ ১০”+৫”+৩তৈরি নির্দেশনা থাকলেও মালিকগণ নিজের ইচ্ছা মত ৭”,৮”,৯” সাইজের ইট তৈরি করে, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিমাপ করে ইটভাটাই ইটগুলি তৈরি করার জন্য, এবং প্রতিটি ইট ভাটায় ইটের দাম সরকারি নির্দেশ অনুযায়ী করার জন্য, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং ইট ভাটার মানিকগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক জেলা প্রশাসকসহ সংক্লিষ্ট প্রশাসন ও ভুক্তা অধিকারের কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ও ভুক্তভোগীরা










Discussion about this post