নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পথযাত্রা ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
আজ সোমবার দিনব্যাপী এ গণসংযোগে তিনি এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের কথা শোন
গণসংযোগকালে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার শিকার।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পথযাত্রা চলাকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, প্রার্থীকে সরাসরি কাছে পেয়ে নিজেদের কথা জানানোর সুযোগ পেয়েছেন তারা। অনেকেই এলাকার রাস্তা, জলবদ্ধতা, কর্সংস্থান ও নাগরিক সেবার বিষয়গুলো তুলে ধরেন।









Discussion about this post