তানজিনুল ইসলাম তামিম
ঢাকার কেরানীগঞ্জে শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা শিক্ষাদান কার্যক্রম শুরু করেছে ‘SQD ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি’।
এটি এই অঞ্চলে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম ইসলামিক শিক্ষা প্রদানের পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেখানে STEM integrated curriculum থাকছে, আরো থাকছে একটিভি বেইজড শিক্ষা পদ্ধতি।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের ব্যবস্থা করেছে। সুসজ্জিত ও আধুনিক ক্লাসরুমগুলো শিক্ষার্থীদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। একাডেমিটি আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামিক জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি ভাষায় পারদর্শী হবে, তেমনি দ্বীনি শিক্ষায়ও সুশিক্ষিত হওয়ার সুযোগ পাবে।
এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ সুমন বলেন, “আমরা কেরানীগঞ্জে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছি, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামিক মূল্যবোধে সমৃদ্ধ হবে। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও দশের কল্যাণে কাজ করবে এবং বিশ্ব দরবারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”
তিনি আরও বলেন, এসকিউডি ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি কেরানীগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
============কুষ্টিয়া নিউজ============
Discussion about this post