নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এক সংসদ সদস্যের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
চাঁদাবাজ দলের নেতৃত্বে ছিলেন রিয়াদ নামের এক তরুণ, যিনি নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রিয়াদসহ পাঁচজন বর্তমানে গুলশান থানার হেফাজতে রয়েছেন।
ওসি জানান, এর আগে ১৭ জুলাই চাঁদাবাজরা একই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে এবং সেদিনই ১০ লাখ টাকা আদায় করে নিয়ে যায়। এরপর ফের টাকা তুলতে এলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post