নিজস্ব প্রতিবেদক
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী প্রাইভেট জেট সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সব ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আততায়ীর হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।
রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে আলোচনার পর তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার বলেন, হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থই লাগুক, তা অর্থ মন্ত্রণালয় বহন করবে।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।
চলন্ত রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।
হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার বিকালে জানায়, সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে, যা ‘অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি’ নির্দেশ করে। মেডিকেল বোর্ড জানায়, “ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা হচ্ছে। হৃদস্পন্দনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।”
মেডিকেল বোর্ড আরও জানায়, রোগীর পরিবার অথবা সরকারের সিদ্ধান্তে বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে তারা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। এসব বিবেচনায় সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।










Discussion about this post