প্রবাস ডেস্ক
গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় ডেলিভারি ম্যান ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় ডেলিভারি মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে জরুরি সেবা সংস্থা ইকেএভি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।
নিহত হান্নান হাওলাদার মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা ও লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন ও ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনার পর দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, রক্ত পরীক্ষার জন্য (অ্যালকোহল/ড্রাগ ইত্যাদিতে আসক্ত ছিল কি না জানতে)। এ বিষয়ে গ্রিসের ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।
হান্নান হাওলাদারের মৃত্যুতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।










Discussion about this post