বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত ‘চলতে চলতে’ সিনেমা অন্যতম জনপ্রিয় ছিল। এ তারকা জুটিকে সেই সময় বাণিজ্যিকভাবে সফল হিসাবে দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। কিন্তু অনেকেই জানেন না— সেই সিনেমার নায়িকার চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। সিনেমার কিছু অংশ শুটিংও করেছিলেন অভিনেত্রী। এ নিয়ে কষ্ট পেয়েছিলেন কিং খান।
শাহরুখ-ঐশ্বরিয়া জুটির শুটিং শুরু করেও পরে বদলে ফেলতে হয় পরিকল্পনা। ঐশ্বরিয়াকে সরিয়ে নেওয়া হয় রানি মুখার্জিকে। সেই সময় এক সাক্ষাৎকারে বাদশাহ জানিয়েছিলেন, এ সিদ্ধান্তে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না।
শাহরুখ খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমাপ্রেমী দর্শকরা তাদের জুটিকে বেশ পছন্দও করতেন। একে অন্যের ভালো বন্ধুও তারা। ফলে নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত ছিলেন দুজনেই। কিন্তু সেটা সম্ভব হয়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— এক সাক্ষাৎকারে ‘চলতে চলতে’ প্রসঙ্গে শাহরুখ খান বলছেন— ঐশ্বরিয়া আমার খুব কাছের বন্ধু। একসঙ্গে আমরা বেশ কিছু দারুণ কাজ করেছি। মজা করেছি। ব্যক্তিগতভাবে ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি। তিনি বলেন, কঠিন হলেও এ সিদ্ধান্ত তাকে নিতেই হতো।
অভিনেতা বলেন, কারণ তিনি শুধু সিনেমার প্রযোজক ছিলেন না। তার সঙ্গে আরও লোকজন ছিলেন, পেশাদার হিসাবে যাদের কথা তাকে শুনতেই হতো। সেই সময় আমাদের সংস্থাও খুব ভালো কাজ করছিল না।
শাহরুখ খান বলেন, ফলে বাকিদের সঙ্গে মিলেই সিদ্ধান্ত নিতে হতো। ব্যক্তিগতভাবে আমি জানি, ঐশ্বরিয়া খুবই পেশাদার। কিন্তু গোটা ঘটনায় আমরা দুজনেই দুঃখ পেয়েছিলাম বলে জানান বাদশাহ।
ঘটনার সূত্রপাত, সেই সময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সালমান নাকি ‘চলতে চলতে’ সিনেমার শুটিং সেটে এসে একবার তুমুল অশান্তি করেছিলেন। যে কারণে সবাই বেশ সমস্যায় পড়েছিলেন। বন্ধ রাখতে হয় শুটিং। পরে নাকি ঐশ্বরিয়া ও সালমান— দুজনেই ক্ষমা চেয়ে নেন।
কিন্তু নির্মাতাদের আশঙ্কা থেকে যায়, যদি পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ফলে ঝুঁকি নিতে চাননি তারা। তিন থেকে চার মাসের মধ্যে শুটিং শেষ করতে হতো তাদের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়— ঐশ্বরিয়ার বদলে নেওয়া হবে অন্য নায়িকাকে। তাই ঐশ্বিরয়াকে সরিয়ে রানি মুখার্জিকে নিয়েই তৈরি হয় সিনেমা। মুক্তির পর এ সিনেমা বাণিজ্যিকভাবে সফলও হয়।
Discussion about this post