ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় মার্কেন্টাইল ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ্য উৎসব উপলক্ষ্যে শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হয়েছে ৮য় মার্কেন্টাইল ব্যাংক জাতীয় খো খো প্রতিযোগীতা ২০২৫।
তিনদিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহন করছে।
শনিবার ২য় দিনে খেলায় মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার এক ইনিংস ও ২৩ পয়েন্টে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে।
২ য় সেমিতে নীলফামারী জেলা দল ইনিংস ও ৮ পয়েন্টে যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।
স্থান নির্ধারনী ম্যাচে ৩ পয়েন্টে গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে ৩ য় স্থান লাভ করে।
অপর দিকে পুরুষ বিভাগে ১ম সেমিতে বাংলাদেশ আনসার ইনিংস ও ৯ পয়েন্টে হারিয়ে নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে।
২য় সেমিফাইনালে বাগেরহাট জেলাকে ৫ পয়ন্টে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে। রবিবার বিকাল ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করবেন মোঃ আমিনুল ইসলাম, এনডিসি, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) জাতীয় ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবান ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস্য সচিব মতিউর রহমান বাবুল।
Discussion about this post