ক্রীড়া প্রতিবেদক :
জাতীয় বক্সিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে সেনাবাহিনী ১৭টি স্বর্ণ, পাঁচটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে সেরা হয়। যার মধ্যে পুরুষ বিভাগে ১২টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ এবং মেয়েদের বিভাগে পাঁচটি করে স্বর্ন ও রুপা এবং একটি ব্রোঞ্জ রয়েছে। অন্যদিকে রানার্সআপ আনসার জিতেছে ছয়টি স্বর্ণ, ১১টি রুপা ও ২টি ব্রোঞ্জ। যার মধ্যে পুরুষ বিভাগে একটি স্বর্ণ, ৬টি রুপা ও ২টি ব্রোঞ্জ এবং মেয়েদের বিভাগে ৫টি করে স্বর্ণ ও রুপা রয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। এ সময় বক্সিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জজ ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুর রহমান ভূঁইয়া। ৫দিন ব্যাপী প্রতিযোগিতায় ২৫টি ওজন ক্যাটাগরিতে ৭২টি দলের ১৭৮ জন বক্সার অংশগ্রহণ করেন।
Discussion about this post