নিজস্ব প্রতিবেদক:
জামায়াতী ইসলামী বাংলাদেশকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’
সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা।
বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। ’
তিনি আরও বলেন, ‘জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও বুজুর্গ আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। এতে আরও বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব ও আনাস সুলতানি প্রমুখ।
Discussion about this post