নিজস্ব প্রতিবেদক
পুরস্কার, প্রশংসা, আলোচনা আর সমালোচনা সবকিছুকে নিয়েই যেন সবার চেয়ে একটু অনন্য করে নিজেকে ধরে রেখেছেন জয়া আহসান। ঢাকাই সিনেমা কিংবা কলকাতার দুই জায়গাতেই একের পর এক নতুন কাজ দিয়ে আলোচনায় থাকছেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি জয়া আহসান তার অভিনয় ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেটি আগামী ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পাচ্ছে। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’তে জয়া ফের নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন।
এরই মধ্যে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ট্রেলার দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লা চরিত্রে রয়েছে জয়া আহসান।
ট্রেলারে আরও দেখা যায়, মধ্যবিত্ত গৃহিনীর এক গল্পকে কেন্দ্র করে আগাবে এ সিরিজ। টানাপোড়নের এ সংসারে এক সময় রুনার লোভ হবে তার টাকা পয়সা বাড়ি গাড়ি সব চায়।
এরপর রুনার জীবন পরিবর্তন হতে থাকে। তার হাতে শুধু থাকে টাকা আর টাকা। এত টাকা কোথায় পেলে রুনা? তা জানতে হলে আপনাকে দেখতে হবে জিম্মি।
প্রসঙ্গত, আশফাক নিপুণ পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।
Discussion about this post