ক্রীড়া প্রতিবদক :
জাপান ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৬ আগষ্ট শনিবার থেকে দেশের ৬ টি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্ণামেন্ট ২০২৫।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এ আসর বিষয়ে নানা তথ্য জানান বাফুফে মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আকতার কিরন। এ সময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান টিপু সুলতান।
কিরন জানান, জেএফএ কাপ একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এই আসর থেকে বাছাই করা হয় সম্ভাবনাময় ফুটবলার। প্রতি ভেন্যু থেকে বাফুফের কোচরা বাছাই করে ভালো খেলোয়াড়দের। তারা পরবর্তিতে জাতীয় দলে খেলার সুযোগ পায়। তাই এই আসরটা খুবই গুরুত্বপূর্ণ।
জাপার ফুটবল ফেডারেশন এর আগে ৩০ হাজার ডলার দিতে এবার তা কমে ২০ হাজার ডলার দেবে টুর্নামন্টে ব্যয়ের জন্য। বাকি টাকা বাফুফের তরফ থেকে দেয়া হয় টুর্নামেন্টে খরচে।
এবার মাদারীপুরে ৮ টা দল, ময়মনসিংহে ৮ টি দল, রংপুরে ৮ টি দল, মাগুরায় ৬ টা দল, রাঙ্গামাটিতে ৬ টি দল, রাজশাহীতে ৬ টি দল অংশ নেবে। প্রতি দল ৩|৪ টি করে খেলায় অংশ নেবে। আগামী ২৮ আগষ্ট টুর্নামেন্টের ফাইনাল রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটা দল অংশগ্রহন মানি পাবে ৪৫ হাজার করে। ভেন্যুগুলোর খরচ বাবদ ও দেয়া হবে সেম মানি।
এর আগে বাফুফে ভবনে ঢাকা ব্যাংকের পৃষ্ঠোপষকতায় ভুটানে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়শীপে বাংলাদেশ দলের অংশগ্রহন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০-৩১ আগষ্ট পযন্ত এ আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভূটান অংশ নেবে। ২০ আগষ্ট প্রথম খেলায় অংশ নেবে ভূটানের বিপক্ষে। বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বাংলাদেশের লক্ষ্য শিরোপা।
Discussion about this post