আন্তর্জাতিক ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টস হারল ভারত।
২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর টানা ১৮ ওয়ানডে ম্যাচে একই চিত্র। রোহিত শর্মা থেকে শুভমান গিল, অধিনায়ক পরিবর্তনেও বদলায়নি টস ভাগ্য।
শনিবার (২৫ অক্টোবর) সিডনিতেও টস হেরেছেন গিল। ফলে প্রায় ২ বছর ধরে একটি ওয়ানডে ম্যাচেও টস জিততে পারেনি ভারত। আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই তিক্ত বিশ্বরেকর্ড এখন আরও মজবুত হচ্ছে।
তবে টস হারলেও ম্যাচের ফলাফলে তার প্রভাব কমই। শেষ ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
তবে চলতি দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় তাদের অবস্থাটা ভালো নয়। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে মাঠে নেমেছে।










Discussion about this post