নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর ছুটি থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ তথ্য জানান।
ডাকসু নির্বাচন উপলক্ষে দেয়া তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন উপলক্ষে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন।
এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। আজ ৮ এবং ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।
ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বামপন্থি ছাত্রসংগঠনগুলো ও ছাত্রশিবির পৃথক প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেয়া হয়েছে।
ডাকসু ভোটে এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মোট ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি রয়েছেন ২১৭ প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মোট এক হাজার ৩৫ প্রার্থী।
Discussion about this post