ক্রীড়া প্রতিবেদক :
বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী আসরটি আগামি ডিসেম্বর মাসে মাঠে গড়ানোর লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম।
ইতিমধ্যে প্রাথমিক প্রচার-প্রচারনা এবং অংশগ্রহনকারী দল গুলোর জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম।
মূলত দেশের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলোর জন্য প্রতিযোগিতামূলক এই আসরটি শুরু করেছিলো আয়োজকরা।
২০১৯ সালে প্রথম আয়োজনের ধারাবাহিকতায় ২০২০ ও ২০২১ সালেও আয়োজিত হয়েছিলো একাডেমি কাপ। মাঝে নানা কারনে আয়োজনটি মাঠে না গড়ালেও এবার আবারও প্রস্তুতি শুরু হয়েছে।
এবারও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় ৪র্থ আসরটি মাঠে গড়ানোর অপেক্ষায়। এই প্রতিযোগিতায় ফুটবল একাডেমীর অনূর্ধ্ব-১৪ বছর বয়সী খেলোয়াড়রা অংশগ্রহন করার সুযোগ পায়। টূর্নামেন্টে বরাবরের মত এবারও ১২টি ফুটবল একাডেমি খুদে ফুটবলাররা শিরোপার জন্য লড়বে।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট ৩ বার ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। ৩ বছরে মোট ১২টি করে ৩৬টি একাডেমী উক্ত আয়োজনে অংশগ্রহন করে।
একাডেমি কাপের বিগত ৩টি আসরে উল্লেখযোগ্য কিছু সাফল্য লক্ষ্য করা গেছে। ২০১৯ সালে একাডেমি অংশগ্রহনকারী ১২টি দলের ২৪০ জন খেলোয়াড়দের মধ্য থেকে প্রায় ১৮০ জন খেলোয়াড় সেবার ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে খেলার সুযোগ পেয়েছিল। সেবার পাইওনিয়ার ফুটবল লীগ হতে ৪টি দল ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগে উর্ত্তীণ হয়, সেখানকার ৩টি দলেই ছিলো একাডেমী কাপের খেলোয়াড়। সেবারের আসরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমির হয়ে অংশগ্রহন করেছিলো বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
একাডেমি কাপের ২০২০ সালের টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল এফসি ইউনাইটেড ফেনীর খেলোয়াড় রাব্বি হোসেন রাহুল। বর্তমানে রাব্বি হোসেন রাহুল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের হয়ে অংশগ্রহন করছে। এছাড়াও সেবার অংশগ্রহনকারী আরেক দল হরিয়ান ফুটবল একাডেমির বেশ কয়েক জন খেলোয়াড় মো: মিঠু চৌধুরী, মো: নাহিদুল ইসলাম শাওন, জয় আহমেদ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতিয়েছেন।
এর মধ্যে আকাশ আহমেদ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছেন। মো: রুহুল আমিন আকাশ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৪-২৫ মৌসুমে বাফুফে এলিট একাডেমির হয়ে খেলেছেন। এর বাইরেও একাডেমি কাপে অংশগ্রহন করা আরও অনেক খেলোয়াড় ঢাকা তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, সিনিয়র ডিভিশন লীগ সহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে বিভিন্ন দলের হয়ে খেলেছেন।
নতুন প্রতিভার অন্বেষনে স্লোগানকে ধারন করে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দেশের তৃণমূল ফুটবল তথা খেলোয়াড় তৈরির যে পাইপলাইন সৃষ্টির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আসরটি আয়োজন করে যাচ্ছে সেটি যদি নিয়মিত মাঠে রাখা যায় তাহলে দেশের খেলোয়াড় তৈরির পাইপলাইন যেমন সমৃদ্ধ হবে ঠিক তেমনি সারা বছর যে সকল ফুটবল একাডেমিগুলো কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের প্রতিযোগিতামূলক এবং নিজেদের মেলে ধরার সুযোগ পাবে এই আসরটির মাধ্যমে।
Discussion about this post