আন্তর্জাতিক ডেস্ক
সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কে এই হামলা চালিয়েছে।
স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই বেসামরিক এলাকায় এই হামলার ঘটনা ঘটল।উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। চলমান সংঘাতের ফলে দেশটিতে দুর্ভিক্ষ পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে।
সূত্র: দ্য নিউ আরব










Discussion about this post