নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামে এক ফটোগ্রাফার নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে থাকতেন।
নিহতের বড় ভাই ওসমান গনি বলেন, আমার ছোট ভাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফির কাজ করতো। আজ রাত ৮টার দিকে দুর্গা মন্দিরের গলিতে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে।
তিনি বলেন, আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Discussion about this post