নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। সোমবার বিকেলে উত্তরা সেক্টর ১৪-তে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দিয়েছে।










Discussion about this post