মাসুদ রানা
আগামী ৮ থেকে ১৪ নভেম্বর ৩০ দেশের অংশগ্রহনে শুরু হতে যাচ্ছে তীর ২৪ তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ ২০২৫।
এ উপলক্ষ্যে মঙ্গলবার স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ, চীন, ভুটান, দক্ষিণ কোরিয়া, ভারত, ইরান ইরাক সহ মোট ৩০ টি দেশের ২০৯ জন আরচার অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে অন্যতম রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয় এবং একক। কম্পাউন্ড দলীয় ও একক এবং মিশ্র দলীয়। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও ঢাকা সেনানিবাস বনানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের আয়োজনে এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তীর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন .বংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিটি গ্রুপ ও প্রতিযোগিতার হসপিটালিটি পার্টনার হোটেল শেরাটন এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল (চেয়ারম্যান, লোকাল অর্গানাইজিং কমিটি) জানান, এবার বাংলাদেশের খেলোয়াড়রা যদি সেমিফাইনাল পযন্ত যেতে পারেন তাহলে আমি তাদের ফাইনাল পযন্ত খেলার আশা রাখি। আর সেই সক্ষমতা আমি বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে আশাও করি।
এবারের আসরে কংগ্রেস ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি ও হুন্দাই গ্রুপের চেয়ারম্যান মি. ইউসান চুং উপস্থিত থাকবেন।
সিএনএস//এল//










Discussion about this post