নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে সালমা বেগম (৩৮) নামে এক রোগী আহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সালমা বেগম জানান, গত মঙ্গলবার কানের পর্দা ফেটে যাওয়ায় নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। কিন্তু ওয়ার্ডে সিট না থাকায় বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলাম। সকালে হঠাৎ আমার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই।
তিনি আরও জানান, তাদের বাসা পুরান ঢাকার চকবাজার থানার নাজিম উদ্দিন রোড এলাকায়।
আহত সালমা বেগমের মেয়ে মনি বলেন, সকালে খবর পাই, আমার মায়ের ওপর ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন।পাশের বেডের রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, সালমা বেগম আমার বেডের পাশে চিকিৎসা নিচ্ছিলেন। আমি সকালে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে দেখি উনি আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, সকালে ডিউটিতে এসে দেখি ছাদের পলেস্তারা ভেঙে এক রোগীর ওপর পড়ে গেছে। ওই রোগীর পায়ে মারাত্মক ব্যথা পেয়েছে। ভবনটি ১৯৪৬ সালে নির্মিত। এর আগেও এই ওয়ার্ডে ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খুলে পড়ে কেউ আহত হয়েছে কি না, বিষয়টি আমার জানা নেই।
ঘটনার বিষয়ে একাধিকবার ফোন করলেও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ফোন ধরেননি। এমনকি তাকে মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
Discussion about this post