কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলের মনোনীত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা-২ । এখানে প্রধান প্রতিদ্বন্দী বিএনপি-জামায়াতের পাশাপাশি ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশও।
কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী, বাস্তা, শাক্তা, রোহিতপুর, তারানগর, কলাতিয়া, হযরতপুরসহ ৭টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী সাভার উপজেলার আমিনবাজার, ভাকুর্তা ও তেঁতুলঝড়ার ৩টি ইউনিয়ন নিয়ে ঢাকা-২ নির্বাচনী আসনের সীমানা।
আসনটিতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ডাকসুর সাবেক ভিপি, চার বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আমানউল্লাহ আমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পঞ্চম বারের মতো ভোটের মাঠে লড়ছেন।
এদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী কর্নেল (অব.) মোঃ আব্দুল হক।
তবে কর্নেল (অব.) মোঃ আব্দুল হকের অভিযোগ বিএনপির সমর্থকরা প্রতিনিয়তই তার নেতা-কর্মীদের নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এছাড়া প্রশাসনও তাদের সাথে তাল মিলিয়ে একপাক্ষিক ভাবে কাজ করছে। তার দাবি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবেন।
অন্যদিকে এই আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। পেশায় তিনি একজন মাদ্রাসা শিক্ষক। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন ভোটের মাঠে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মতো তারও অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিন দলের এই প্রার্থীরা এলাকাজুড়ে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস, বাজার ঘাট সব জায়গায় ভোটারদের সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করছেন, নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় সভা করে তারা প্রচারনা চালাচ্ছেন।
ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ২ লাখ ১৭ হাজার ৯০৯ জন। আর মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ১ হাজার ২৯৮ জন। এছাড়া এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪১ টি ও ভোট কক্ষ রয়েছে ৮১৮টি।










Discussion about this post