নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা বুধবার বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট।
দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও রাতে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ আনে।
Discussion about this post