নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে আজ রামু উপজেলার বাকঁখালী মিলনায়তনে তারুণ্যের ভাবনায় : সামাজিক সম্প্রীতি ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের যুবদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজা আলী। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ১ শত ৩৫ জন অংশ নেন।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানে আলম, রামু উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, সমবায় অফিসার মোঃ সেলিম, রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, ডাকভাংগা বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী জুয়েল তালুকদার, রামু প্রেসক্লাব সাধারন সম্পাদক সোয়েব সাঈদ, টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল ইনক্লুশান এন্ড ইয়ুথ) মোঃ শফিকুল ইসলাম, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাঃ আবু রায়হান মোঃ নসুরুল্লাহ খান, আমীর হামজা ইউপি সদস্য, সেলিনা আকতার, সঞ্চালনায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইয়ুথ অর্গানাইজারন রাশেদুল হক সরকার, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগণ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী বলেন, সমাজ গঠনে তরুণরা এগিয়ে আসলে মাদক মুক্ত সমাজ ও আলোকিত বাংলাদেশ গঠনে সহায়কশক্তি হিসাবে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ডিএসকের প্রশিক্ষণের মাধ্যমে যুবদের আত্ম-নির্ভরশীল করতে সহযোগী ও পথ সুগম করে দিয়েছে।










Discussion about this post