স্পোর্টস ডেস্ক
জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা এখন সুখী দম্পতি। আর এটি বিনোদন জগতের তারকাদের চোখেও তারা এখন আদর্শ জুটি। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনো পরিস্থিতিতে। গতকাল বৃহস্পতিবার (১ মে) আনুশকা শর্মা ৩৭–এ পা দিয়েছেন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। তা সবার মন ছুঁয়ে গেছে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আনুশকার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে কোহলি লিখেছেন— তুমি আমার প্রিয় বন্ধু। তুমি আমার জীবনসঙ্গিনী। তুমি আমার আশ্রয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জীবনের পথ দেখানো তারা। প্রতিটা দিনই তোমাকে ভালোবাসি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা-ভালোবাসা।
বিরাটকে বিয়ে করার পর থেকেই অভিনয়জগৎ থেকে মুখ ফিরিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সংসার করতে চান তিনি। পরিবারকেই সময় দিতে চান। দেশ ছেড়ে তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-আনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই কারও। পেশার কারণে উৎসব উদযাপনে অবশ্যই তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। কিন্তু এর বেশি নয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যাসন্তান ভামিকার জন্ম হয়। অন্যদিকে গত বছর তারা তিন থেকে চারজনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় পুত্রসন্তান অকায়।
Discussion about this post