মাসুদ রানা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে। কাঠমান্ডুতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে তারা টানা তৃতীয় জয় তুলে নিলো। এতে করে বাংলাদেশ টানা পাঁচ ম্যাচ জয়ের অভিজ্ঞান গড়ে তুলল।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। শুরুতে দুই ওপেনার দিলারা আক্তার ও শারমিন আক্তার সুপ্তার দ্রুত আউটের মধ্যেও জুয়াইরিয়া ফেরদৌস (৫৬ রান) ও সোবহানা মোস্তারি (৫৯ রান) এক জোরালো জুটি গড়ে ইনিংসকে শক্তিশালী করেন। শেষ দিকে রিতু মনি ৬ বলের মধ্যে ১৫ রান যোগ করে দলকে ভালো স্কোরে পৌঁছে দেন।
বোলিংয়ে মারুফা আক্তার ৪ ওভারে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল হন। স্বর্ণা আক্তার ও রিতু মনি ২টি করে উইকেট নেন। থাইল্যান্ডের পক্ষে থিপাচা পুত্থাওং ৩ উইকেট নেন।
জবাবে থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পারে। ব্যাটিংয়ে নাত্থাকান চান্থাম ৪৬ রান করেন। তবে বাংলাদেশের চাপে থাইল্যান্ডের ব্যাটিং ভেঙে পড়ে। বোলিংয়ে বাংলাদেশের মারুফা আক্তার, রিতু মনি ও স্বর্ণা আক্তারের শিকার বেশ গুরুত্বপূর্ণ ছিল।
এই জয়ের ফলে বাংলাদেশ সুপার সিক্সে টানা পাঁচ ম্যাচ জয়ের সাথে সঙ্গে হ্যাটট্রিক জয় নিশ্চিত করলো এবং বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে শক্ত অবস্থানে রয়েছে।










Discussion about this post