বিনোদন ডেস্ক
আসামের রাজপুত্র খ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর প্রায় দেড় মাস পর মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। শুক্রবার আসাম, কলকাতা ও মুম্বাইয়ের কিছু প্রেক্ষাগ্রহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আসামের সব সিনেমাহল হাউসফুল। জুবিন ভক্তদের ভিড় সামলাতে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা আসামের দুটি সিনেমাহল নতুন করে চালু করা হয়েছে।
জুবিনের মৃত্যুর পর আসামের হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নিয়েছিলেন গায়কের শেষ বিদায়ে। আবারও এক হয়েছেন জুবিন ভক্তরা। ‘রই রই বিনালে’ ছবি মুক্তিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে আসামে। জুবিনকে শেষবার পর্দায় দেখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগীরা।
আসামের প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন জুবিন ভক্তরা। ছবিটি অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙেছে। হাউসফুল বোর্ড ঝুলছে প্রেক্ষাগৃহের বাইরে। দিল্লি এনসিআর এবং মুম্বাইয়ের কিছু প্রেক্ষাগৃহে বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। ছবির প্রয়োজনা সংস্থা আশা করছে, শুধু আসাম নয় গোটা ভারতের মানুষ জুবিনের শেষ ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গার্গ। সেখানে তাঁকে পানি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষ হয়নি। মৃত্যকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।










Discussion about this post