আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে অংশ নিয়েছে দমকল বিভাগের পাঁচটি ইউনিট। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ধসে পড়া কাঠামোটি হুমায়ুনের মূল সমাধির সঙ্গে লাগোয়া একটি ধর্মীয় কক্ষ ছিল। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ওই এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠামোর বয়সজনিত দুর্বলতাই ধসের জন্য দায়ী হতে পারে।
হুমায়ুনের সমাধি ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনাটি মুঘল স্থাপত্যশৈলীর প্রথম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
Discussion about this post