নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিউমার্কেট এলাকার তিনটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার পরিচালিত এই অভিযানে অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি, ভাড়া এবং এমনকি বিনামূল্যে হোম ডেলিভারিও দেওয়া হচ্ছিল। কয়েক মাস ধরে বিপুল পরিমাণে অস্ত্র মজুত করা হয়েছিল, যা সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হাতে ধরা পড়েছে।
নাজিম আরও জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা নির্দিষ্ট উৎস থেকে ‘সামুরাই’ ও অন্যান্য ধারালো অস্ত্র সংগ্রহ করত। কয়েক দিনের গোয়েন্দা নজরদারির পর নিউমার্কেটের তিন থেকে চারটি দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সেনা কর্মকর্তার মতে, গত তিন-চার মাসে এই ধরনের দেশি অস্ত্রের ব্যবহার সন্ত্রাসী কর্মকাণ্ডে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিরাপত্তা বাহিনীর নজরে এসেছে।
Discussion about this post