ডেস্ক নিউজ
নেপালে বাংলাদেশের দুই সিনিয়র ফটো সাংবাদিক মইন ও সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সিজন মিডিয়া প্রাইভেট লিমিটেড বিভিন্ন পেশাগত ক্ষেত্র এবং সামাজিক প্রভাবে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পুরোনো ইংরেজি দৈনিক দি নিউ নেশন পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক মইনউদ্দিন আহমেদ এবং হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমনসহ সাতজন বিদেশী নাগরিকসহ ২৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫ দিয়ে সম্মানিত করেছে।
ললিতপুরের পুলচকের দ্য প্লাজা হোটেলে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং সিপিএন (মাওবাদী কেন্দ্র) এর চেয়ারম্যান পুষ্প কমল দহল এবং ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার।
উল্লেখযোগ্যভাবে, সাতজন আন্তর্জাতিক পেশাদারকে তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দেওয়া হয়। তাদের মধ্যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পুরোনো ইংরেজি দৈনিক দি নিউ নেশন পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক মইনউদ্দিন আহমেদ, হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন; চীনের শানডং-এর গাওকেং কাউন্টি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সভাপতি চেন হুয়ান; কম্বোডিয়ার যুবা সাপ্লাই অ্যান্ড মেইনটেন্যান্স কোং লিমিটেডের চেয়ারপারন মালয়েশিয়ার প্রোনেস (প্রমোশনাল অ্যাসোসিয়েশন অফ গ্লোবাল নেটওয়ার্কিং) এর প্রতিষ্ঠাতা মণিমারন এএল সুপিয়া; ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারিগরি উপদেষ্টা ফুন্তশো ডেন্ডুপ; এবং থাইল্যান্ডের মেরো ড্যান্স সিজন ১-এর বিজয়ী খুশি কার্কি।
অনুষ্ঠানে, হামা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বালকৃষ্ণ শ্রেষ্ঠা আজীবন সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন। ললিতপুর মেট্রোপলিটন সিটির মেয়র চিরিবাবু মহারজন; প্রভু ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান রাজেন্দ্র মল্লা; বিখ্যাত নিউরোসার্জন ডাঃ বসন্ত পন্ত; এফএনসিসিআইয়ের সহ-সভাপতি জ্যোৎস্না শ্রেষ্ঠা; এবং নাবিল ব্যাংকের সিইও মনোজ গিয়াওয়ালি। জলবিদ্যুৎ প্রবর্তক এবং মাদমে খোলা হাইড্রোপাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সুশান্ত কর্মচার্য; প্রভু মহালক্ষ্মী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও সন্তোষ প্রসাই; এবং মোরাং অটো ওয়ার্কসের নির্বাহী পরিচালক মিলান মাল্লাকেও সম্মানিত করা হয়েছে।
মিডিয়া এবং শিল্পকলা ক্ষেত্রে, সম্মানিতদের মধ্যে ছিলেন Newspolar.com এর প্রধান সম্পাদক সুশীল আরিয়াল; নেপাল টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক শিবানী থাপা বাসন্যাত; হোয়াইট কোরাল স্পা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক কমলা গিরি; এবং জনপ্রিয় গায়ক-সুরকার শিব পারিয়ার।
ফেডারেল অ্যাফেয়ার্স এবং সাধারণ প্রশাসন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শের বাহাদুর কেসি; ব্লু চিপ সিকিউরিটিজের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও দিল্লিরাজ পাঙ্গেনি; আইএমই লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও খিলেন্দ্রা পাউডেল; লক্ষ্মী হেয়ার অ্যান্ড বিউটি একাডেমির চেয়ারপারসন লক্ষ্মী ঠাকুর; নেপাল ইয়ুথ ফিটনেস অ্যান্ড ক্যালিসথেনিক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুকদেব কার্কি; অভিনেত্রী ও প্রযোজক কেকি অধিকারী; এফএনসিসিআই-এর বিনিয়োগ ও আন্তর্জাতিক বিষয়ক ফোরামের চেয়ারপারসন মনোজ পাউডেল; হিমালয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু ম্যানেজার সিমন্ত শ্রেষ্ঠ; এবং ওমওয়ে টেকনোলজির সিইও সুরেশ রিজাল।
Discussion about this post