প্রবাস ডেস্ক
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ফরাসি সরকার। নতুন অভিবাসন আইনের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ইউরোপের বাইরের দেশের নাগরিক যার মধ্যে বাংলাদেশিরা অন্যতম ফরাসি নাগরিকত্ব, দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট এবং স্থায়ী রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হলে বাধ্যতামূলকভাবে ‘সিভিক পরীক্ষায়’ পাশ করতে হবে। পরীক্ষায় ব্যর্থ হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি গৃহীত নতুন অভিবাসন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো চার বছর মেয়াদি (মাল্টি-ইয়ার) অথবা দশ বছর মেয়াদি স্থায়ী রেসিডেন্স কার্ডের জন্য আবেদনকারী ইউরোপের বাইরের দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে ২০২৫ সালের ১৫ জুলাই জারি করা ডিক্রি অনুযায়ী নাগরিকত্বের আবেদনকারীদের জন্যও এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
সিভিক পরীক্ষা সম্পূর্ণ ডিজিটাল ও নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় থাকবে মোট ৪০টি প্রশ্ন, সময়সীমা ৪৫ মিনিট, এবং প্রশ্নপত্র হবে ফরাসি ভাষায়। প্রশ্নগুলো ফরাসি প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো, নাগরিক অধিকার ও কর্তব্য, ইতিহাস-ভূগোল ও সংস্কৃতি, এবং ফরাসি সমাজে দৈনন্দিন জীবনযাপন এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
অভিবাসীদের প্রস্তুতির জন্য ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যা ফরাসি অভিবাসন ও ইন্টিগ্রেশন দপ্তর (OFII) পরিচালনা করছে। এই প্ল্যাটফর্মে বর্তমানে ২২২টি বিষয়ভিত্তিক তথ্য সংযুক্ত রয়েছে। এখানে পরীক্ষার কাঠামো, সম্ভাব্য প্রশ্ন, অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের তালিকা এবং প্রস্তুতিমূলক উপকরণ পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি প্রবাসীদের জন্য সহায়ক হিসাবে বিবেচিত হচ্ছে।
ফরাসি সরকারের মতে, এই নতুন ব্যবস্থার লক্ষ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণ আরও জোরদার করা এবং বিদেশিদের ফরাসি সমাজে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নিয়ম কার্যকরের পর যথাযথ প্রস্তুতি ছাড়া আবেদন করলে রেসিডেন্স নবায়ন বা নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ডিজিইএফ (DGEF) জানিয়েছে, নতুন এই নিয়মগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফলে ফ্রান্সে বসবাসরত এবং ভবিষ্যতে নাগরিকত্ব বা স্থায়ী রেসিডেন্স নেওয়ার পরিকল্পনা থাকা বাংলাদেশি প্রবাসীদের এখন থেকেই ফরাসি ভাষা ও নাগরিক জ্ঞান অর্জনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।










Discussion about this post