নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্দা গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা লুটে নেয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
বাড়ির মালিক সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন তার বাবা, স্থানীয় কাঠ ব্যবসায়ী রাজা মিয়া।
ব্যবসায়ী রাজা মিয়া জানান, মঙ্গলবার মধ্যরাতে ১২ থেকে ১৪ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে তারা ১৮ ভরি স্বর্ণালংকার ও কাঠ কেনার জন্য রাখা নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়।
এ দিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
তিনি বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি।
Discussion about this post