মাসুদ রানা:
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এদিন পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। আর বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। ইব্রাহিম জাদরান ২১ রান এবং রহমত শাহ ৬ রানে ব্যাট করছেন।
শনিবার (১১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে ইনিংস বড় করতে পারেননি গুরবাজ।
পঞ্চম ওভারে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তিনে ব্যাট করতে নেমে জাদরানকে সঙ্গে দেওয়ার চেষ্টা করছেন সেদিকুল্লাহ আতাল।
তবে নবম ওভারের চতুর্থ বলে তানভীরের প্রথম শিকার হন তিনি। ৬ বলে ৫ রান করেছেন এই ব্যাটার। এতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় আফগানিস্তান।
সিএনএস//এল//
Discussion about this post